ছবি : সংগৃহীত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, যারা ক্ষমতার প্রতি লোভী, তারা ইচ্ছাকৃতভাবে ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন,
“আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে—আমরা নাকি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করছি। কিন্তু মাঠের চিত্র দেখুন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। দেশের মানবতা, কল্যাণ ও মুক্তির জন্য ৫ দফা দাবি নিয়ে আপামর জনতা রাস্তায় নেমেছে।”
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনার শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে চরমোনাই পীর অভিযোগ করে বলেন—
“আমার কাছে খবর এসেছে—ফেব্রুয়ারির নির্বাচনের হিসাব-নিকাশ মিলাতে গিয়ে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তাই তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন,
“গুন্ডামি, কেন্দ্র দখল বা সন্ত্রাসী বাহিনীর সহায়তায় ক্ষমতায় ওঠার যে পথ আগে ছিল—এখন সেই দিনের অবসান হয়েছে। দেশের মানুষ আর তা মেনে নেবে না।”
মুফতি রেজাউল করীম বলেন,
“মা-বোনদের বলছি—চাঁদাবাজদের, খুনিদের বা বিদেশে টাকা পাচারকারীদের সহযোগী হবেন না। দেশের সম্পদ বিদেশে নিয়ে বেগমপাড়া বানানোদের বিরুদ্ধে দেশবাসী এখন সজাগ।”
তিনি আরও বলেন,
“একাত্তরে আমরা তিনটি মূল লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিলেন, তাদের মাধ্যমে এই তিনটির কোনোটি বাস্তবায়ন হয়নি।”
তিনি ২০২৪ সালের জুলাই ও ৫ আগস্টে নিহত আন্দোলনকারীদের স্মরণ করে বলেন—
“হাজারো মায়ের কোল খালি হয়েছে, অনেকেই পঙ্গু হয়েছে। অথচ যারা দেশ চালিয়েছে, তারা বারবার দুর্নীতি ও লুটপাটে দেশকে বিশ্বে প্রথম সারিতে তুলেছে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার
খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান
বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল
মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ
জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন
খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com