ঢাকা, ০২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২০ এএম, ০১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জামায়াতই এককভাবে সরকার গঠনে এগিয়ে’—সিলেট-৬ আসনে সেলিম উদ্দিনের দাবি

প্রকাশিত : ০৫:২০ এএম, ০১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সেলিম উদ্দিন দাবি করেছেন, সাম্প্রতিক দেশি-বিদেশি গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে—আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে সরকার গঠনের সম্ভাবনায় তাদের দল সবচেয়ে এগিয়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সংস্থার মূল্যায়নে জামায়াত ও সহযোগী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর জন্য ২০০ আসনের বেশি পাওয়া সম্ভব বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের এম সি একাডেমি মাঠে ছাত্র ও যুবসমাজকে নিয়ে আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন জানান, এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে রয়েছে শক্তিশালী ইসলামী রাজনৈতিক জোট—চরমোনাই পীর, আল্লামা মামুনুল হকসহ হেফাজতের বড় অংশ এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তার দাবি, এই বিস্তৃত সমর্থন এবং গোয়েন্দা মূল্যায়ন মিলিয়েই তাদের জোট দুই শতাধিক আসন পেতে পারে।

সিলেটের রাজনৈতিক সম্ভাবনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা আশা করছি, আসন্ন নির্বাচনের পর দেশ নেতৃত্বে সিলেটের অবদান নতুনভাবে দৃশ্যমান হবে—ডা. শফিকুর রহমান সিলেট থেকেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।”

এসময় তিনি বিএনপির দিকে অভিযোগ তুলে বলেন, গত দেড় বছরে রাজনৈতিক সুবিধা হাসিলের লক্ষ্যে বিএনপি নিজেদের বহু নেতাকর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তার মতে, দলীয় ও ব্যক্তিস্বার্থে জর্জরিত একটি রাজনৈতিক শক্তি দেশের স্থিতিশীলতা ফেরাতে অক্ষম।

বর্তমান সরকারকে লক্ষ্য করে সেলিম উদ্দিন আরও অভিযোগ করেন, ন্যায়বিচারের নামে জামায়াতের ওপর বহু হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এই বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com