ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, "মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও রাজনীতিতে আর ফিরতে পারবেন না।"
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান, এতে জেলা ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।বক্তব্যে মামুনুল হক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, ছাত্ররা ন্যায্য দাবিতে আন্দোলন করলে তাদের ‘রাজাকার’ বলা হয়েছে এবং সেই সময়ের ঘটনাকেই তিনি ‘শেষ পেরেক’ বলে উল্লেখ করেন। তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, “ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না।”তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনে ‘সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে’ এবং তাদের রক্তের মর্যাদা রক্ষার দাবি জানান। তার ভাষ্য অনুযায়ী, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com