ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ :
প্রকাশিত : ১১:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সিরাজগঞ্জে বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা

প্রকাশিত : ১১:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ :

দুনিয়ার মজদুর এক হও – সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই”—এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।(২২ শে নভেম্বর) শনিবার বিকাল ৫টায় বাটার মোড়ে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র নেতা কমরেড ছানোয়ার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট কবির আজমল বিপুল, জেলা পাঠক চক্র ফোরামের সদস্য পলাশ কুমার ঘোষ, কমরেড আব্দুল আলিম, কমরেড সোহরাব হোসেন, নুর ইসলাম ও হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “যে আকাঙ্ক্ষা ও স্বপ্নকে ধারণ করে গণঅভ্যুত্থান হয়েছিল, আজ তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।” তারা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের আস্ফালন বেড়েছে, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দুটি বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার মতো চুক্তি উদ্বেগ সৃষ্টি করেছে, দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং দেশে মাদক ও সন্ত্রাসের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে।

 

বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের সার্বভৌম স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com