ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রতিবেদকখুলনা–৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন প্রত্যাশী শফি মোহাম্মদ খান বর্তমানে মাঠে সক্রিয়ভাবে নির্বাচন–কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রাথমিক মনোনয়নে তিনি স্থান না পেলেও, দলের সর্বোচ্চ নীতি–নির্ধারকদের নির্দেশে তিনি এখনও নির্বাচনী মাঠে রয়েছেন বলে জানান।দলীয় নির্দেশনার প্রতি অবিচল অবস্থান
শফি মোহাম্মদ খান বলেন,“দলের সর্বোচ্চ নীতি–নির্ধারক মহলের কথাতেই আমি এখনও নির্বাচনী প্রচারণায় আছি। দলীয় হাইকম্যান্ড আমাকে সরে যেতে বললে আমি সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে দেব। জীবনের ঝুঁকি নিয়েও আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না।”
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান—এই পরিবারের ছবি যারা অবমাননা করেছে, তাদের ক্ষমা নেই। এই অবমাননার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।রাজনৈতিক সহনশীলতার আহ্বান,৩৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমার পোস্টার-প্যানা ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ধরনের ঘৃণ্য কাজ বন্ধে সকল রাজনৈতিক মতের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা জরুরি।”
ভুয়া ভিডিও–সংবাদ প্রচারের অভিযোগগত দুই দিন ধরে একটি চিহ্নিত মহল প্রাইভেট WhatsApp গ্রুপ, ফেসবুক আইডি এবং ভুয়েফোঁড় অনলাইন মাধ্যমে AI ব্যবহার করে ভুয়া ভিডিও ও সংবাদ প্রচার করছে—এমন অভিযোগও উত্থাপন করেন তিনি।
৫ আগস্ট ২০২৪–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ তিনি বলেন,৫ আগস্ট ২০২৪ সালে সরকারের পরিবর্তনের পর দেশে রাজনৈতিক অঙ্গনে যে কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে, সেটি কিছু দুষ্টচক্র এখনো বুঝতে পারছে না।তার দাবি অনুযায়ী, দলত্যাগী, বহিষ্কৃত এবং বিভিন্ন অনিয়মে জড়িত ব্যক্তিরাই বর্তমানে বিভিন্ন বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড করছে।জিয়া পরিবার–দামোদর ইউনিয়নে জিয়া পরিবারের ছবি অবমাননায় জড়িত: টিটো জমাদ্দার (আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ফুলতলা উপজেলা) এবং বিদ্যুৎ (স্বেচ্ছাসেবক দল, খুলনা জেলা)ফুলতলায় একই অভিযোগে অভিযুক্ত: আকরাম ও মমিন সরদারতিনি দাবি করেন, এদের নেতা সাব্বির হোসেন রানা, যিনি বিএনপির সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নেন এবং পরে আজীবনের জন্য দল থেকে বহিষ্কৃত হন। একইভাবে টিটু জমাদ্দার ও বিদ্যুৎও তার পক্ষে কাজ করে বহিষ্কৃত হন।
দলীয় ক্ষতির অভিযোগ ৫ আগস্ট–পরবর্তী সময়ে সাব্বির হোসেন রানার বিরুদ্ধে তিনি দখলবাজি, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তোলেন। তার দাবি—এ সকল কর্মকাণ্ড ফুলতলায়
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com