কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কচাকাটা থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় কচাকাটা হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচাকাটা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন কচাকাটা থানার সর্বস্তরের ছাত্রসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, "ভিপি নুর দেশের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর এবং জনগণের অধিকার আদায়ের প্রতীক। তাঁর ওপর হামলা আসলে দেশের গণতান্ত্রিক শক্তির ওপর হামলা।" তারা আরও বলেন, "নুরুল হক নুর জনগণের স্বপ্ন ও আন্দোলনের প্রতিচ্ছবি। তাঁকে দমিয়ে রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা রোধ করা যাবে না।"
বক্তারা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, 'জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে কোনো ষড়যন্ত্রই দমিয়ে রাখতে পারবে না। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নুরের নেতৃত্বে দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।'
এসময় সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, “ভিপি নুরের উপর হামলার জবাব রাজপথেই দেওয়া হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ এরশাদ আলী, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ এনামুল হক,গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলার সহ-সভাপতি জনাব মোঃ আবু সাইদ,কচাকাটা থানা যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম, কচাকাটা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক জনাব মোঃ আলেফ উদ্দিন, বল্লভেরখাস ইউনিয়নের জামায়াতে যুব সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাফর ইকবাল,কচাকাটা থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ, ছাত্রসমাজ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, তরুণ-যুবক ও সাধারণ জনতা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com