ঢাকা, ০৪ সেপ্টেম্বর, ২০২৫
নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:৫৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
Digital Solutions Ltd

"লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সাথে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সৌজন্য সাক্ষাৎ"

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

নজরুল ইসলাম তুহিনের পাঠানোর ছবি

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা শাখা আজ মাননীয় জেলা প্রশাসক (ডিসি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সংগঠনের নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো— নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলা। তারা আরও উল্লেখ করেন, আগামী দিনে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক সেমিনার, গ্রামীণ পর্যায়ে সভা-সমাবেশ এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ চলমান থাকবে।

মাননীয় জেলা প্রশাসক সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। প্রশাসন সবসময় ইতিবাচক উদ্যোগের সাথে রয়েছে।”

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা শাখার নেতারা জেলার সর্বস্তরের মানুষকে তাদের এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, প্রশাসন, জনগণ ও সামাজিক সংগঠন একসাথে কাজ করলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব হবে।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম লক্ষ্মীপুরে হিন্দু ছেলে কতৃক মুসলিম মেয়েকে ধর্ষন শিরোনাম দোয়ারাবাজারে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে শিক্ষক,খেলাফত মজলিস নেতা আটক শিরোনাম লক্ষ্মীপুর সরকারি কলেজে শিবিরের নবীনবরণ শিরোনাম কুড়িগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শিরোনাম ‎ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম কৃষিবিদদের তিনদফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ