নজরুল ইসলাম তুহিনের পাঠানোর ছবি
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা শাখা আজ মাননীয় জেলা প্রশাসক (ডিসি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সংগঠনের নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো— নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলা। তারা আরও উল্লেখ করেন, আগামী দিনে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক সেমিনার, গ্রামীণ পর্যায়ে সভা-সমাবেশ এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ চলমান থাকবে।
মাননীয় জেলা প্রশাসক সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। প্রশাসন সবসময় ইতিবাচক উদ্যোগের সাথে রয়েছে।”
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা শাখার নেতারা জেলার সর্বস্তরের মানুষকে তাদের এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, প্রশাসন, জনগণ ও সামাজিক সংগঠন একসাথে কাজ করলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব হবে।
সবশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com