 
									
																		ইব্রাহীম হোসেনের পাঠানো ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের দুই নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ইউনিয়নের মধ্যরহমতপুর সানা বাড়ি জামে মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনাসভায় তারা এই যোগদান করেন। অনুষ্ঠানটি ছিল সদ্যপ্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত।
যোগদানকারীরা হলেন, যুবদল ৭ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনছার আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ হযরত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাস্টার মুহাম্মদ ইব্রাহীম বাহারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আবুল হায়াত, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, মোঃ ফারুক হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, "শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কুরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। আমাদের সবাইকে সেই আদর্শে বলীয়ান হয়ে কাজ করতে হবে।"
অনুষ্ঠান শেষে মাওলানা সাঈদীসহ উপস্থিত সবাই এবং দেশের কল্যাণে দোয়া করা হয়।
 
					
				        	৪র্থ তলা,  হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
						
 
					
 সম্পাদক 
			        	
  মোজাম্মেল দিলন  
					
 প্রকাশক
			        	
 সবার কথা মিডিয়া লিমিটেড 
			        	সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
					
 নিউজ
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
 বিজ্ঞাপণ 
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com