ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
আসিফ ইকবাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি: :
প্রকাশিত : ০৬:৫৯ এএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ০৬:৫৯ এএম, ২৯ জুলাই ২০২৫

আসিফ ইকবালের পাঠানো ছবি

আসিফ ইকবাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কম্বাইন্ড ডিগ্রির (ভেট সাইন্স এবং এনিমেল হাজবেন্ড্রি) দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে গিয়ে শেষ হয়। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন, জ্বালো জ্বালো, আগুন জ্বালো, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আজ সকাল থেকে সকল প্রকার ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, 'পশুপালন ডিগ্রির ৬৫ বছর পুরোনো হওয়ায় এটিকে একটি কম্বাইন্ড ফ্যাকাল্টি করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষকরা তাকে খুব যৌক্তিক কোনো আন্দোলন বলে মনে করেন না। এ বিষয়টি নিয়ে সকালে আমরা এক বৈঠকে বসেছিলাম। বৈঠকে কম্বাইন্ড করার বিষয়ে শিক্ষকরা কোনো ইতিবাচক মনোভাব দেখাননি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com