খালিদ সাইফুল্লাহ তাহমিদের পাঠানো ছবি
কুষ্টিয়ার চৌড়হাস মোরে ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে ইসলামী বিশ্বিবদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসের হেল্পার কতৃক মারধরের অভিযোগ উঠেছে । আজ ১৫ই জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে৷ এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ২ টায় কুষ্টিয়া খুলনা রুটের ৫ টি বাস আটকে রেখে প্রধানফটকে অবস্থান নেয়৷
ভুক্তভোগী শিক্ষার্থী রাফসানা আক্তার ঝুমা লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী।
তিনি জানান "পরীক্ষার জন্য আমি ক্যাম্পাসের উদ্দেশে বগুড়া থেকে আসছিলাম। চৌড়হাস থেকে আমি রূপসা বাসে উঠতে চাইছিলাম। তখন ওনারা আমাকে আরেকটা বাস (জনি) দেখিয়ে বলল এটাতে উঠেন। এটা দ্রুত যাবে। তখন হেলপারকে বললাম আমি যেটা বেসিক ভাড়া ২৫ টাকা ভাড়া দেব। তখন বাসে উঠার পর টাকা নেওয়ার সময় ৪০ টাকা রাখছে। তখন বললাম ভাড়াই তো ২৫ টাকা। তখন হেলপার আমাকে বলল ‘কোথাকার অশিক্ষিত মেয়ে তুমি, আমি শেখপাড়ায় থাকি ভাড়া কত এটা আমরা জানি না? নাটক শুরু করছ।’ তখন আমি আমার স্বামীকে ফোন দিতে গেলে ফোন কেড়ে নিয়ে গায়ে আঘাত করছে। আমার মুখে ২-৩টা ঘুসি মারছে। আমি যখন প্রতিবাদ করতে ছিলাম একটা লোকও আমার সাপোর্টে কথা বলছিল না।"
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com