ছবি: সংগৃহীত
কাউনিয়ায় ৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাঈম হাসান (২২) ও আইনুল ইসলাম (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ভোরে উপজেলার নিজপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত নাঈম হাসান উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে ও আইনুল ইসলাম একই এলাকার সহিদুলের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুনিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কাউনিয়া থানাধীন নিজপাড়া গ্রামে আসামির বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় নাঈম এর কাছে ২০ পিচ, আইনুলের কাছে ২০ পিচ, ইয়াবা ট্যাবলেট পাওয়া পুলিশ।’
তিনি আরও বলেন, ‘ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজনকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com