ছবি : সংগৃহীত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রত্যেক দলকে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে—এমন বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রুল হাইকোর্ট খারিজ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রায় দেন। ফলে জোট থাকলেও কোনো দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। একই সঙ্গে তফসিল ঘোষণার পর সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
অতীতে জোট নির্বাচনে অনেক সময় ছোট দলগুলো জোটনেতার প্রতীকে নির্বাচন করত।
হাইকোর্টের এ রায়ের ফলে এবার প্রতিটি দলকে তাদের নিজস্ব পরিচয় ও প্রতীকে ভোটের মাঠে নামতে হবে।
এতে ভোটারদের সামনে দলগুলোর স্বতন্ত্র অবস্থান আরও স্পষ্ট হবে এবং জোট রাজনীতির কৌশলে পরিবর্তন আসতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com