ছবি: সংগৃহীত
নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।” তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে অব্যাহতি প্রদান করেন।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ফজলুর রহমান তার পূর্বের বক্তব্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
শুনানিতে তিনি বলেন, “আমি কখনোই আদালত বা বিচারব্যবস্থাকে অসম্মান করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আদালতের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।”
তার এই ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল সন্তোষ প্রকাশ করেন এবং আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা কার্যক্রমে আরও সতর্ক থাকার নির্দেশনা দেন।
আদালত সূত্র জানায়, বিচার বিভাগের মর্যাদা ও শালীনতা রক্ষায় এ ধরনের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, এর আগে আদালত ও ট্রাইব্যুনাল সংক্রান্ত এক মন্তব্যকে কেন্দ্র করে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com