জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “আমাদেরকে বিভাজিত করতে এবং দুর্বল করতে নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবাইকে এসব অপরাজনীতির নোংরামি সম্পর্কে সচেতন থাকতে হবে।”
শনিবার (১৯ এপ্রিল) রাতে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল ‘বিলাসীজীবন’সহ নানা প্রশ্নের মুখে সারজিস-হাসনাত-শিরোনামে। প্রতিবেদনে এনসিপি নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ পরই হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানান। তিনি বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো খবর। তার পোস্টের পরপরই প্রথম আলো প্রতিবেদনটির শিরোনাম ও কনটেন্টে পরিবর্তন আনে—তবে কোনো ব্যাখ্যা ছাড়াই।
এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এনসিপি নেতা সারজিস আলমও একটি মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, “ইন্টেলিজেন্স, বাহিনী, চাপ সব পেরিয়ে এসেছি। ফাউন্ডেশনের হয়ে ৬০০ শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি। সন্তান হারানো মা-বাবার কান্না আজও ভুলিনি। সেই অভিজ্ঞতা কেউ মুছে ফেলতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমি ওপেন চ্যালেঞ্জ করছি—এক টাকা অবৈধভাবে গ্রহণ করিনি, অনৈতিক কোনো বিষয়ের পক্ষেও কথা বলিনি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সেসব বিষয়ে জোর করে নাম জড়ানো হচ্ছে।”
তার মতে, এই বিভ্রান্তিমূলক প্রচারণা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা তৈরি করছে, কারণ সবাই ফ্যাক্ট চেক করতে পারেন না।
সারজিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, সত্যের জয় হবেই।”