ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি : :
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১০ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

Ocean Hackathon-2025 এর ঢাকা অঞ্চলের ইভেন্ট পার্টনার মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১০ এপ্রিল ২০২৫

Ocean Hackathon-2025 এর ঢাকা অঞ্চলের ইভেন্ট পার্টনার মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি : :

Ocean hackathon 2025 এর ঢাকা অঞ্চলের ইভেন্ট পার্টনার হয়েছে মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব।

Ocean Hackathon একটি বৈশ্বিক উদ্ভাবনী প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে সামুদ্রিক (মেরিন) ডেটা ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি-ভিত্তিক প্রোটোটাইপ তৈরি করেন। এটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন শহরে একযোগে অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ঢাকা অঞ্চলের ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করবে মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব।


Ocean hackathon এর প্রধান  লক্ষ্যসমূহ হলো :

সমুদ্রসম্পর্কিত সমস্যার সমাধানে উদ্ভাবনী ধারণা সৃষ্টি করা।

সামুদ্রিক তথ্য ও প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা।

গবেষক, শিক্ষার্থী, শিল্পপতি ও প্রযুক্তিবিদদের এক প্ল্যাটফর্মে আনা।

সমুদ্র সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর সমাধান খোঁজা।


এই হ্যাকাথনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমুদ্র ও পরিবেশ সম্পর্কে সচেতনতা অর্জনের পাশাপাশি, বাস্তব সমস্যার সৃজনশীল সমাধান উদ্ভাবনের সুযোগ পান।

উল্লেখ্য,  মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব হল একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন, যা বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (BMU), বাংলাদেশ-এ প্রতিষ্ঠিত। এ ক্লাবটি মেরিটাইম শিক্ষা, গবেষণা এবং টেকসইতার উন্নয়নে নিবেদিত।

এ ক্লাবের  মূল লক্ষ্য হলো সমুদ্র-সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বিষয়ক সচেতনতা প্রচার এবং শিক্ষার্থীদেরকে সমুদ্রবিদ্যা, হাইড্রোগ্রাফি এবং সামুদ্রিক বিজ্ঞানে হাতে-কলমে শেখার সুযোগ প্রদান করা।

ওয়ার্কশপ, গবেষণা প্রকল্প, প্রতিযোগিতা এবং শিল্পখাতের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে  ভবিষ্যতের মেরিটাইম নেতাদের ক্ষমতায়ন করে যাতে তারা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের ব্লু ইকোনমির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মেরিটাইম ইউনিভার্সিটি ওশান ক্লাব ঢাকা অঞ্চলের ইভেন্ট পার্টনার হওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত এবং তারা আশাবাদী ভবিষ্যতে মেরিটাইম সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এরকম আয়োজন বিশেষ অবদান রাখবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা  শিরোনাম আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ শিরোনাম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ শিরোনাম পাকিস্তান ক্ষমা চাইছে, চীন অস্ত্র দিচ্ছে কূটনৈতিক মঞ্চে খেলা দেখাচ্ছে ঢাকা শিরোনাম আইনি সচেতনতায় মসজিদে মসজিদে বক্তব্য দিচ্ছেন কচাকাটা থানার ওসি