ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:০১ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সময় মতো বই পাওয়া নিয়ে শঙ্কায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২:০১ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বছর শেষ হতে বাকি আর মাত্র ২৩ দিন। এরইমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে। তবে এখনো মাধ্যমিকের বই ছাপাই শুরু করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময় মতো কাজ শুরু করতে পারেনি অনেক প্রেস। আর সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিখন ঘাটতিতে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের।

হাতে আছে এক মাসেরও কম সময়। তাই দিন-রাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়ের ছাপা থেকে বাঁধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারও।

 

নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে রয়েছে প্রাথমিকের ৯ কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ির ২১ কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে। এসব বই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোও হচ্ছে।

 

তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১২ কোটি ৬০ লাখের বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। হাতে গোনা মাত্র দুয়েকটি প্রেস শুরু করেছে ছাপানোর কাজে।

 

চুক্তি অনুযায়ী, এই বই ছাপাতে সময় পাবেন ৫০ দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে, এনসিটিবি ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজে দেরি হয়েছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা।

আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে জাতীয় নির্বাচন, রোজা ও ঈদুল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান বলেন, 

কারও ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে শিক্ষার্থীদের হাতে বইগুলো যেতে দেরি না হয়, সেই ব্যাপারে একটি সুষ্ঠু পদক্ষেপ নেয়া হবে বলে আশা করি।

ক্যামেরার সামনে কথা না বললেও এনসিটিবি বলছে, জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা।

 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com