ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৫
কাজী মাহমুদুল হাসান, নাটোর :
প্রকাশিত : ০২:৪৪ এএম, ০২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

পরীক্ষা কেন্দ্রে নেই শিক্ষক, অনিয়ন্ত্রিত পরিবেশে চলছে বার্ষিক পরীক্ষা

প্রকাশিত : ০২:৪৪ এএম, ০২ ডিসেম্বর ২০২৫

কাজী মাহমুদুল হাসান পাঠানো ছবি

কাজী মাহমুদুল হাসান, নাটোর :

সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির প্রভাব পুরো নাটোর জেলা জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন উপজেলায় সোমবার (১ ডিসেম্বর) একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় পর্যায়ের প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হলেও অধিকাংশ পরীক্ষাকেন্দ্রে ছিল না পর্যাপ্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। ফলে জেলার বহু বিদ্যালয়ে সুষ্ঠু পরীক্ষার পরিবেশ ভেঙে পড়ে, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।

সরেজমিনে নাটোর সদর, বাগাতিপাড়াসহ বিভিন্ন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়—অধিকাংশ কেন্দ্রে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় পরীক্ষা পরিচালনার দায়িত্ব পড়ে প্রধান শিক্ষক ও দপ্তরিদের ওপর। কোথাও একজন শিক্ষককে একসঙ্গে একাধিক কক্ষ তদারকি করতে দেখা গেছে। এতে পরীক্ষা কক্ষে নিয়মশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি।অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চেঁচামেচি, ইচ্ছেমতো শ্রেণিকক্ষ ত্যাগ, খাতা ও প্রশ্নপত্র বিতরণে বিলম্ব, এমনকি কোথাও কোথাও সম্পূর্ণ নজরদারিহীন অবস্থায় পরীক্ষা চলতে দেখা যায়। অনিয়ন্ত্রিত এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ে।

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে এসে ক্ষুব্ধ অভিভাবকরা মানববন্ধন করেন। পরবর্তীতে অভিভাবক আক্তার হোসেন বলেন, “অনেক কষ্ট করে বাচ্চারা সারা বছর পড়াশোনা করেছে। কিন্তু পরীক্ষার দিনে এসে দেখি শিক্ষক নেই, কেউ ঠিকমতো খেয়াল রাখছে না। এভাবে পরীক্ষা হলে প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। এতে শিশুর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা নিতে বাধ্য হয়েছেন তারা। তবে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় এককভাবে শত শত শিক্ষার্থী সামলানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির জেলা পর্যায়ের এক দায়িত্বশীল নেতা বলেন,

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পূর্বঘোষিত কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। দাবি পূরণ হলে আমরা পরীক্ষাসহ সব দায়িত্বে ফিরে যাব।”

 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com