ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৬ এএম, ০৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

২২ দিনেও অগ্রগতি নেই আজ থেকে সব প্রাথমিক স্কুলে তালাবদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০১:২৬ এএম, ০৩ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে আজ বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও ২২ দিন অতিবাহিত হলেও সহকারী শিক্ষকদের তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে বাধ্য হয়ে আজ (৩ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন শুরু হচ্ছে।জানা গেছে, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ আহ্বানে এই কর্মসূচি ঘোষিত হয়। ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হবেন না, নিজ নিজ বাসায় অবস্থান করবেন।তবে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করতে প্রথম দিন প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক গিয়ে বিদ্যালয় বন্ধের বিষয়টি জানিয়ে আসবেন।সংগঠনটি জানায়, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জনসহ শাটডাউন কর্মসূচি চলবে।

তিন দফা দাবিগুলো হলো—

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতার অবসান

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানাতে মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সংগঠনের আহ্বায়ক মো. আবুল কাসেমসহ কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়। এ নিয়ে আজ দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।

শিক্ষক নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শাটডাউন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমাদের ন্যায্য দাবি পূরণ হলে এক ঘণ্টার মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে প্রস্তুত আছি। তবে দাবি আদায় ছাড়া আন্দোলন বন্ধ হবে না

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com