ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫
স্পোর্টস ডেস্ক  :
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে  ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ৷ 

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২৫

হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে  ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ৷ 

স্পোর্টস ডেস্ক  :

এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের প্রথম ম্যাচে  ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে  ভারতের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 
এই ম্যাচটি ছিল দেশে ফুটবলের জন্য বিশেষ কিছু ৷ কেননা, এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয়েছে দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত  নাম হামজা দেওয়ান চৌধুরী৷ 

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস নাটকীয় ম্যাচে জয় পায়নি কোন দল ফলে পয়েন্ট ভাগাভাগি করেন মাঠ ছাড়তে হয়েছে ভারত ও বাংলাদেশকে৷ 

ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই রোমাঞ্চ ছড়াতে শুরু করে। ভারতের গোলরক্ষক বিশাল কৈথের অদ্ভুত এক ভুলে বল চলে আসে বাংলাদেশের ফরোয়ার্ড মজিবুর রহমান জনির সামনে। মাত্র কয়েক গজ দূর থেকে শট নেন তিনি, কিন্তু তীক্ষ্ণ অ্যাঙ্গেল থেকে নেয়া শটটি গিয়ে লাগে সাইডনেটে। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে প্রথমেই  স্বপ্নভঙ্গ হয় টাইগার ফুটবলার সহ দেশে ফুটবলপ্রেমীদের ।

এরপর প্রথমর্ধের বড় অংশ জুড়ে রাকিব-শাহরিয়ার ইমন-মজিবর রহমান সুযোগ পেয়েও ভারতের  গোলপোস্টে বল ঢুকাতে পারেনি৷ একাধিক সুযোগ তৈরি করে ভারত তবে কাজে লাগাতে পারেনি অবসর ভেঙ্গে খেলতে আসা  সুনীল ছেত্রী সহ ভারতীয় ফরোয়ার্ড লাইনআপ৷ 
এদিন জামাল ভূঁইয়া মাঠে দাঁড়িয়ে থাকা অধিনায়ক হিসেবে দেখা যায় তপু বর্মনকে
২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে অধিনায়ক তপু বর্মণ। তার জায়গায় নামেন রহমত মিয়া। ফ্রি কিক থেকে লিস্টন কোলাসোর শট হৃদয় হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলেই নিজেদের গোল পোস্টে জড়িয়ে দিচ্ছিলেন!
আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধে খেলা৷
 
দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার ম্যাজিকের দেখা মিলে। ৪৭ মিনিটে হামজার ট্যাকেলে আসন্ন বিপদের হাত থেকে বেঁচে যায় লাল-সবুজের দল। প্রথমার্ধে একের পর একটি সুযোগ হারানো বাংলাদেশ ম্যাচের ৬১ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল গোল করার। এ যাত্রাও গোল করতে পারেনি বাংলাদেশ৷ 
দ্বিতীয়ার্ধে ভারতে একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি  স্বাগতিকরা। ৭৮ মিনিটে দুই পরিবর্তন করেন বাংলাদেশি কোচ, মোরছালিন ও হৃদয়কে তুলে দুই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে মাঠে নামায়।
এতেও ফলাফল নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ হলে গোল শূন্যতে শেষ হয় ম্যাচ

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে রোভার স্কাউটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন শিরোনাম ২৫ বছর পরও কবর থেকে অক্ষত মিলল মুয়াজ্জিনের মরদেহ শিরোনাম নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে কোষ্টগার্ড  শিরোনাম শরীয়তপুরে ২৩ মাসে কোরআনে হাফেজ দশ বছরের শিশু আবদুল্লাহ। শিরোনাম শরীয়তপুর যৌতুক নিরোধ সংক্রান্তে সচেতনা সভা ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। শিরোনাম কুয়েটের সঙ্গে সংহতি জানিয়ে ইডেন কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশনের ডাক