ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫
মো আব্দুল্লাহ আনন্দ :
প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৭ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৭ মার্চ ২০২৫

বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী

মো আব্দুল্লাহ আনন্দ :

দেশের ফুটবল প্রেমিকদের দীর্ঘ দিনে অপেক্ষায়  অবসান ঘটিয়ে আজ বাংলাদেশে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী৷ 
এবারের আসাটা একটু ভিন্ন, কেননা এবার এসেছেন নিজ দেশ বাংলাদেশের জার্সিতে খেলার জন্য৷ 

আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। 

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য হামজাকে বরণ করে নেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে একনজর দেখতে সিলেট বিমানবন্দরে ভক্তদের ভিড়।হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউবা ব্লাকার্ট হাতে, 
কেউ আবার খালি হাতে শুধু দেশের ফুটবলের সেরাকে এক নজর দেখার জন্য। হামজা চৌধুরী সমর্থকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও বিমানবন্দরে ভিড় জমিয়েছিলো৷ 

হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তাঁর সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা। 

সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাটে নিজ গ্রামে চলে যান হামজা।পরিবারের সঙ্গে সেখানে আজ সময় কাটাবেন তিনি । তারপর আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের৷

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com