ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান, উৎসবমুখর পরিবেশে প্রস্তুত সংবর্ধনা

প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই দিন সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে-২০২ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১১টার কিছু পর বিমানটি সিলেট ত্যাগ করে।

দেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ তাঁর এই পোস্ট মুহূর্তেই দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকায় ৩০০ ফিট সড়ক সংলগ্ন স্থানে তৈরি করা হয়েছে একটি সুবিশাল মঞ্চ। সেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। চারপাশে স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পুরো এলাকা যেন একটি রাজনৈতিক উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে।

দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) যাবেন। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com