দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগেই ব্যাপক প্রস্তুতি নেয় বিএনপি। বিমানবন্দরের আশপাশে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল সতর্ক অবস্থানে।
তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডন থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, দেশের জনগণের সঙ্গে আবার সরাসরি যুক্ত হতে পারাই তার মূল লক্ষ্য। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা দলীয় রাজনীতিতে নতুন গতি আনবে। একই সঙ্গে আগামী জাতীয় রাজনীতিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর অবশেষে তিনি দেশে ফিরলেন, যা বিএনপির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com