ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সব জল্পনার অবসান, দীর্ঘদিন পর নিজ দেশে ফিরলেন তারেক রহমান

প্রকাশিত : ১২:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। কারামুক্তির পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে যান। একই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফেরার পথ তার জন্য ক্রমেই জটিল হয়ে ওঠে। পরবর্তী সময়ে একাধিক মামলায় জড়িয়ে পড়ায় দীর্ঘদিন আর দেশে ফেরা সম্ভব হয়নি তার।

অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে ঢাকায় পৌঁছান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

বিমানবন্দর ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা দলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তারা আশা করছেন, তাঁর প্রত্যাবর্তনের মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং সংগঠন আরও সুসংগঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আগামী দিনে তারেক রহমান কী ধরনের রাজনৈতিক ভূমিকা নেন এবং দলীয় কর্মসূচিতে কী সিদ্ধান্ত আসে—সেদিকেই এখন সবার দৃষ্টি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com