ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভ্যন্তরে অবৈধভাবে চোলাই মদ তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পাহাড়ের বন্যপ্রাণী শিকারের অভিযোগও আনা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড়ে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার ঘর থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত করা চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন চাকমা খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় থেকে চাষাবাদের জন্য জমি ইজারা নিয়েছিলেন। তবে চাষাবাদের আড়ালেই দীর্ঘদিন ধরে তিনি চোলাই মদ তৈরি ও বিক্রির কারখানা পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি পাহাড়ের বন্যপ্রাণী শিকারের মতো অবৈধ কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।
সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করলে প্রক্টরিয়াল বডি এলাকায় নজরদারি শুরু করে। গ্রেপ্তারকৃত সুমনকে রাতেই হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com