ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫
মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:৫৬ এএম, ২৫ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হোসেনপুরে সবুজ মিয়া হত্যা মামলা: আসামিদের অব্যাহত হুমকিতে আতঙ্কে নিহতের পরিবার

প্রকাশিত : ০৪:৫৬ এএম, ২৫ নভেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া হত্যা মামলার আসামিদের ক্রমাগত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৪ সালের ৯ এপ্রিল বিকালে সবুজ মিয়াকে হত্যা করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী লুৎফুর রহমান ওরফে গফুর মাস্টার এবং আবুল হাশেমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল সবুজ মিয়ার। প্রাণনাশের আশঙ্কায় তিনি ২০২৩ সালের ৮ জুলাই কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ও ১১৪ ধারায় নিরাপত্তা চেয়ে আবেদনও করেছিলেন। তাতে প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।

ঘটনার দিন বিকাল তিনটার দিকে আসামিরা সবুজ মিয়ার বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তাকে ও তার ছোট ভাই হারেছ মিয়াকে মারধর করা হয়। কিছুক্ষণ পর সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সবুজ মিয়া বুকে ও পিঠে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হারেছ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২–৩ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করা হয়।

নিহতের স্ত্রী ও মামলার বাদী শান্তি আক্তার অভিযোগ করেন, ঘটনার দিন রুহুল আমিন, তার পুত্র শরীফ ও আবদুল্লাহ আল নোমান হামলায় সক্রিয় অংশ নিলেও তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। মৌখিক আবেদনের পর লিখিত আবেদনও থানায় দেওয়া হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের নাম বাদ দেয়। তার অভিযোগ, পুলিশ বিভাগে কর্মরত এক আত্মীয়ের প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আটজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করলে বাদী না-রাজি জানিয়ে আদালতে আবেদন করেন। আদালত মামলার পুনঃতদন্তের নির্দেশ দিলে সিআইডি তদন্ত করে একই ধরনের চার্জশিট প্রদান করে। বাদী অভিযোগ করেন, তিনজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তদন্ত কর্মকর্তা ঘুষ দাবি করেছিলেন।

বর্তমানে চার্জশিটভুক্ত আট আসামিই জামিনে রয়েছে। শান্তি আক্তারের দাবি, জামিনে বেরিয়ে আসার পর থেকেই আসামিরা এবং তাদের স্বজনেরা মোবাইলে ও বাড়িতে এসে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। দুই মেয়েকে নিয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান।

তিনি পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, দাখিলকৃত চার্জশিটের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com