ছবি : সংগৃহীত।
চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড়ের কাছে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত পথচারীর নাম মো. শফিক (৫৫)। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানিয়েছেন পুলিশ। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের পরিচয়ও এখনো জানা যায়নি।
বন্দর থানার পুলিশ জানায়, পতেঙ্গা দিক থেকে শহরমুখী ওই প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়ে থেকে হঠাৎ ছিটকে পড়ে। এতে নিচ দিয়ে হাঁটতে থাকা পথচারী শফিক গুরুতর আহত হন। পরে তাঁকে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি কীভাবে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com