ছবি: সংগৃহীত
নাঙ্গলকোট উপজেলার এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে গ্রেফতারের অভিযোগ তুলেছেন তার পরিবার। গ্রেফতার হওয়া ছাত্র মো. ইমরান হোসেনের বয়স মাত্র ১৪ বছর। সে এবারের জেএসসি পরীক্ষার্থী,
আগামীকাল থেকে যার পরীক্ষা শুরু হওয়ার কথা।
পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৩টার দিকে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেন। পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে পুলিশ এসে ছাত্রটিকে গ্রেফতার করে নিয়ে যায়।
ইমরানের বাবা ইসহাক মিয়া জানান,
“আমার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ছাড়া আর কিছুই না। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সে রাজনীতি বোঝেও না। তবুও রাজনৈতিক সন্দেহের অজুহাতে তাকে পুলিশ তুলে নিয়ে গেল। আগামীকাল তার পরীক্ষা—কিন্তু ও আজ জেলে।”
তিনি আরও বলেন,
“আমি প্রবেশপত্র হাতে নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়াচ্ছি। ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। ও যদি পরীক্ষা দিতে না পারে, তবে তার জীবনের কী হবে?”
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় কিছু ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ঘটনাটি ঘটিয়েছে।
পরিবার ও স্থানীয়রা অভিলম্বে শিক্ষার্থীর মুক্তি এবং তার জেএসসি পরীক্ষা অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com