ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫
মো.সাফায়েত রহমান আবির,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ :
প্রকাশিত : ১২:৩৫ এএম, ১৭ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গলাচিপায় খাস জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২৫

প্রকাশিত : ১২:৩৫ এএম, ১৭ নভেম্বর ২০২৫
মো.সাফায়েত রহমান আবির,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরবাংলা এলাকার সরকারি খাস জমির মালিকানা ও ডিসিআর ইস্যুতে ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হাওলাদার এবং বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজ খাঁ’র অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সেই জমিতে তরমুজ ক্ষেতের ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

সংঘর্ষে আনোয়ার হাওলাদার পক্ষের রিয়াজ মুসল্লী (৩৮), হাসান সিকদার (৩৭), নিজাম গাজী (৬৫), আলম হাওলাদার (২৫), সুমন খা (২২), আনোয়ার ফকির (৩৮), কবির মেলকার (৫৫) ও নুরু সিকদার (৭০) গুরুতর আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপরদিকে সিরাজ খাঁ পক্ষের ফারুক মীর (৫৫), জালাল তালুকদার (৫০), শাহাবুদ্দিন তালুকদার (৪০), বারেক ফকির (৬০), আনোয়ার ফকির (৪৫), শফিক হাওলাদার (৩৫), শাহীন মীর (২৯), বাবুল তালুকদার (৪০), ছালেয়া বেগম (৬৫) ও আরও কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দখলচেষ্টার অভিযোগ তুলেছেন।

বিত্তহীন কৃষক সমবায়ের সদস্যদের অভিযোগ—ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা তাদের ডিসিআরভুক্ত জমিতে চাষাবাদে বাধা দিচ্ছেন এবং জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

অন্যদিকে আনোয়ার হাওলাদার পক্ষের দাবি—সিরাজ খাঁ ও তার সহযোগীরা সরকারি খাস জমি অবৈধভাবে নিজেদের নামে ইজারা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন এবং ভূমি অফিসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খাস জমি দখল ইস্যুতে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মানববন্ধনের ঘটনা ঘটেছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। হাইকোর্টে দায়ের করা দেওয়ানি মামলা (নং–৩৮২৮/২০২৫)-এ স্থিতাবস্থার আদেশ বহাল আছে।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন,

“সরকারি খাস জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com