নজরুল ইসলাম তুহিনের পাঠানোর ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন বিএনপির নির্বাচনে ভোট গ্রহণ শেষে সহিংসতার ঘটনা ঘটেছে। ফলাফলকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এজিএস আবুল কাশেমের উপর ব্যাপক হামলা চালানো হয়।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কিছু অসন্তুষ্ট নেতাকর্মী ভোট কারচুপির অভিযোগ তোলে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করে। একপর্যায়ে তারা আবুল কাশেমকে মারধর করে এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এদিকে নির্বাচনে সভাপতি পদে জাফর আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ টিপু সুলতান ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com