নজরুল ইসলাম তুহিনের পাঠানোর ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। তবিউল্লার প্রতিবন্ধী মেয়ে, যিনি দীর্ঘদিন ধরে চলাফেরার জন্য একটি হুইলচেয়ারের উপর নির্ভরশীল ছিলেন, তার একমাত্র ভরসা সেই হুইলচেয়ারটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মেয়েটি দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতায় ভুগছেন। তার দৈনন্দিন চলাফেরা, ঘরের বাইরে বের হওয়া কিংবা নিজস্ব কাজে সামান্য অংশগ্রহণ—সবকিছুই সম্ভব ছিল ওই হুইলচেয়ারের মাধ্যমে। কিন্তু হঠাৎ করেই অজ্ঞাত চোরেরা তার সেই হুইলচেয়ারটি চুরি করে নিয়ে যায়।
এখন নিঃসহায় এই মেয়ের জীবন যেন একেবারেই থমকে গেছে। হুইলচেয়ার ছাড়া তিনি নড়াচড়া করতে পারছেন না। দিন-রাত কাটছে চরম অসহায়ত্ব ও দুঃখ-কষ্টের মধ্যে। পরিবার বলছে, এটি শুধু একটি চেয়ারের চুরি নয়—বরং একজন প্রতিবন্ধীর জীবনযাত্রা থেকে তার ন্যূনতম সহায়তাটুকু কেড়ে নেওয়া।
স্থানীয়রা ঘটনাটিকে অমানবিকতার চরম দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হুইলচেয়ারটি উদ্ধারের দাবি জানিয়েছেন এবং অসহায় মেয়েটির জন্য নতুন হুইলচেয়ার প্রদানের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com