জাকির হোসেন রায়হানের পাঠানের ছবি
গাজীপুরের চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ আগস্ট) বিকেলে ইটনা সদরের পুরাতন বাজার এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল তাকে আটক করে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহিদুল ইসলাম আত্মগোপনে ইটনা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য আজ সন্ধ্যায় র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com