ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ): :
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

দোয়ারাবাজারে বিএসএফ এর গুলিতে যুবক আহত

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২৫

সোহেলের পাঠানো ছবি

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ): :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে সজিব আহমদ (২৪) নামে এক বাংলাদেশী নাগরিক  আহত হয়েছে। 

রবিবার (২৭ জুলাই) সন্ধা সাড়ে ৭ টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার (১২৪০ এসএ) আওতাধীন শ্রীপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত সজিব শ্রীপুর গ্রামের মো: মোফাজ্জল হোসেন (টখাই)এর পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, আহত সজিব মিয়া সীমান্তে চোরাই ব্যবসার সিন্ডিকেট এর সাথে জড়িত। এর আগেও সে কয়েকবার এরকম হামলার স্বীকার হয়। প্রতিদিনের মতো রবিবার সন্ধায় ও সে সীমান্ত অতিক্রম করে ভারতীয় পণ্য আনতে যায় তখন ভারতীয় বিএসএফ কর্তৃক তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে আহত হয়।  পরে তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নাম প্রকাশেঅনিচ্ছুক একটি গোপন সূত্র মতে, সজিব আহত হওয়াড সাথে সাথে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে চিকিৎসার জন্য বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। তখন কেউ ধারনা করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, কেউ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবার কেউ জানতে  পারে বাংলাবাজার নেওয়া হয়েছে বলে। এর প্রায় ২ ঘন্টা পর তাকে আবার বাড়িতে দেখা যায়। স্থানীয়রা বলছে চোরাকারবারিরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সজিবকে বাহিরে রাত্রীযাপন করে চিকিৎসা নিতে দেয়নি। তাকে জনসমক্ষে রাখা হচ্ছে এই বলে যে তার সাথে এমন কোন ঘটনা ঘটেনি। 

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পর সজিবকে হাতে অস্ত্র নিয়ে বাড়িতে ডুকতে দেখা যায়। তখন তার ডান পাঁয়ের হাটুর নিছে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা যায় ও তার পরিহিত শার্টি ও ছিঁড়ে যায় এমন ছবি প্রতিবেদকের হাতে রয়েছে। 

 

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক জানান,এঘটনায় কোন সত্যতা পাওয়া যায়নি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু শিরোনাম ‘বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’ শিরোনাম ‘বিশেষ কারাগারে’ ৫৯ ভিআইপি আসামি