মাসুম হোসেন অন্তুর পাঠানো ছবি
শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ লাখ টাকা ব্যয়ে পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ই জুলাই) বেলা আড়াইটায় ৭০ লাখ টাকা ব্যয়ে উপজেলা চত্বরের পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন এবং উপজেলা হলরুমের আধুনিকায়নে ইন্টেরিয়র ডিজাইন উদ্বোধন করা হয়। এসময় তিনি পুকুরের উত্তর পাশে একটি গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক প্রথমে ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি পৌর ভূমি ভবন, উপজেলা ভূমি ভবন সহ সকল কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি জনগণের ভূমি বিষয়ক সেবা দ্রুত নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
পুকুরের সৌন্দর্য্য বর্ধন ও সম্মেলন কক্ষের আধুনিকায়ন উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com