ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ

প্রকাশিত : ১২:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। ফলে কাল রোববার (২১ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন হবে। আর রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা।

সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শনিবার আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে। রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি।

মুসলিমদের কাছে রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই মূলত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শা’বান শেষ হলেই আসে রহমতের মাস রমজান

রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই রমজান শুরু হতে যাচ্ছে।

হাদিসে এসেছে, রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) দোয়া করতেন যেন মহান আল্লাহ রজব ও শা’বান মাসকে বরকতময় করে দেন এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।

আরবি মাস যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় তাই রমজানের চাঁদ দেখে নিশ্চিত হওয়া যাবে আগামী বছর কবে পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হবে।

এদিকে আজ দিনের বেলাতেই আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তুলতে সমর্থ হয়েছিলেন বিজ্ঞানীরা।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com