ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৫
নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৪ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৪ জুলাই ২০২৫

নজরুল ইসলাম তুহিনের পাঠানোর ছবি

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরে খানাখন্দভরা  সড়কগুলো মেরামতের উদ্যােগ  না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘুমন্ত  কর্মকর্তাদের জাগ্রত করার লক্ষ্যে প্রতীকী গায়েবানা জানযা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৪ জুলাই)  বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে 'বিভিন্ন সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়। 

এসময় তারা বলেন, লক্ষ্মীপুরের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবত কোনো উদ্যােগ নিচ্ছে না কর্মকর্তারা। এ অফিস প্রধান এবং তার ড্রাইভার এবং কম্পিউটারম্যানের কাছে জিম্মি। আমরা তাদেরকে জাগ্রত করার লক্ষ্যে আজকে এ প্রতীকী জানাজা করছি। আগামীতে কোনো উদ্যােগ না নিলে আমরা আন্দোলন করবো। এসময় তারা প্রধান নির্বাহীর পদত্যাহ সহ নানা স্লোগান দেন। 

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক  আবুল হাসান সোহেল, বায়েজিদ, আরমান হোসাইন সহ আরো অনেকে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগে অপিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com