ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:৫২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : ০৬:৫২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগেশ্বরী  উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত (২০ আগস্ট) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত নাগেশ্বরী  উপজেলা শাখার আহ্বায়ক পদেবিশ্বনাথ চন্দ্র বর্মন (হারুন) ও সদস্য সচিব পদে বিজয় কুমার সরকার (মাষ্টার)  মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে  নৃপেন কুমার রায়, সিনিয়র যুগ্ম আহবায়ক,নিতাই চন্দ্র মোহন্ত (প্রভাষক),যুগ্ম আহবায়ক,ললিত চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক, অবুল চন্দ্র বর্মন, যুগ্ম আহবায়ক,শংকর চন্দ্র (মাষ্টার),যুগ্ম আহবায়ক,আশিক চন্দ্র সেন,যুগ্ম আহবায়ক, কমল চন্দ্র রায়,যুগ্ম আহবায়ক,পরিতোষ বাবু, যুগ্ম আহবায়ক,রবি সরকার, যুগ্ম আহবায়ক,কার্তিক চন্দ্র বর্মন,যুগ্ম আহবায়ক,সন্তোষ চন্দ্র বর্মন,যুগ্ম আহবায়ক,স্বীনোবন্ধু, যুগ্ম আহবায়ক
সুমন কুমার সরকার,,যুগ্ম আহবায়ক
  এবং সদস্য পদে  সুভাষ চন্দ্র সেন,সুবল চন্দ্র বিশ্বাস,শ্যামল কুমার কুণ্ডু,সন্ধেষ কুমার সরকার,ভীন চন্দ্র দাস,গণেশ চন্দ্র দাস,রতন চন্দ্র দাস,আনন্দ চন্দ্র শীল,মহেন্দ্র বিশ্বাস,অতুল চন্দ্র সরকার,কন্ট্র কর্মকার,বিধান চন্দ্র সরকার,লেবু চন্দ্র দাস,বাদল চন্দ্র সেন, জয়কান্ত সরকার, বিকাশ চন্দ্র সরকার,নির্বাচিত হয়েছেন।
নাগেশ্বরী  উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ায় কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী দিনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগেশ্বরী  উপজেলা শাখার আহ্বায়ক বিশ্বনাথ চন্দ্র বর্মন (হারুন) ও সদস্য সচিব   বিজয় কুমার সরকার (মাষ্টার) অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com