হাফেজ ছায়েদুজ্জামান তানভীর
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ছায়েদুজ্জামান তানভীর। মাত্র পাঁচ মাস ২৫ দিনে (মোট ১৭৫ দিনে) পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন এই কিশোর।
শনিবার দুপুরে শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তানভীরকে হাফেজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সংবর্ধনা প্রদান করা হয়।
তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় সন্তান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, “তানভীরের এই অর্জন আমাদের সমাজের জন্য গর্বের। এটি প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কঠিন কাজও সম্ভব।”
বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, “প্রযুক্তিনির্ভর যুগে একজন শিশু যখন কুরআনের আলোয় নিজেকে গড়ে তোলে, তখন তা পুরো সমাজের জন্য আশার প্রদীপ হয়ে ওঠে। তানভীর আজ শিশুদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং দারুল কুরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী ছাত্র। ধারাবাহিক অধ্যবসায়, আত্মনিয়ন্ত্রণ এবং নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ছয় মাসের কম সময়ে পুরো কুরআন মুখস্থ করেছে, যা অত্যন্ত বিরল ও গর্বের বিষয়।”
অনুষ্ঠানে তানভীরকে সংবর্ধনার পাশাপাশি মাদ্রাসার নতুন ৩৩ জন ছাত্রের পাঠদানের সূচনাও ঘোষণা করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com