ছবি: সংগৃহীত
“নিজ আঙ্গিন্না পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী।
এ সময় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই সচেতনতা জরুরি। তারা জানান, এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে তাই বাসাবাড়ি, ছাদ, বাগান বা উঠোনে জমে থাকা পানি তিন দিনের বেশি না রেখে পরিবর্তন করার পরামর্শ দেন। দিনের বেলায় এডিস মশার কামড় বেশি হওয়ায় দিনেও মশারি ব্যবহারসহ ব্যক্তিগত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। জ্বর কমে গেলেও ডেঙ্গুর জটিলতা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়ি ফেরা উচিত নয়।
কিশোরগঞ্জ পৌরসভা জানায়, পুরো মাসজুড়ে শহরের বিভিন্ন এলাকায় ফগিং, লার্ভিসাইড স্প্রে, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার চলবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com