সোহেলের পাঠানো ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্স'র উদ্যোগে
রক্তাক্ত জুলাই এর এক বছর পূর্তিতে ' জুলাই পুনর্জাগরণ ' অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষ্যে, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,দোয়ারাবাজার থানার তদন্ত কর্মকর্তা সামছু উদ্দিন আহমদ, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান ,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন সিহাব।
এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুদ্দিন আহমদ, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ মতিউর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক জিয়া উদ্দিন, সাংবাদিক সোহেল মিয়া,মামুন মুন্সি, সুমন আহমদ, মাসুদ রানা সোহাগ,এসার আহমদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে
TCV ক্যাম্পেইন ( টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) কার্যক্রম এর উপজেলা কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য যে, আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে একযোগে মাস ব্যাপী এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
জন্মনিবন্ধন যাচাই সাপেক্ষে অনলাইন রেজিস্ট্রেশন ( #vaxepi ) এপস ব্যবহার করে টিকা নিবন্ধন করে এই টিকা দেওয়া হবে। এই টিকা টাইফয়েড রোগ থেকে প্রতিরোধে কার্যকর হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com