ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
ফাতেমা সোনিয়া :
প্রকাশিত : ০৩:০৯ এএম, ২৬ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

শীতে হাত-পা ফেটে চামড়া ওঠা: সমস্যার কারণ ও প্রতিকার

প্রকাশিত : ০৩:০৯ এএম, ২৬ নভেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

ফাতেমা সোনিয়া :

শীত এখনো পুরো জেঁকে বসেনি, তবুও অনেকেই হাত-পায়ে চামড়া ফেটে যাওয়ার সমস্যায় ভোগছেন। বিশেষ করে হাতের চামড়া ফেটে ওঠা শীতকালে ব্যাপক হয়ে যায়। তবে যাদের হাতে-পায়ে পুরো বছর ধরেই খোসা ওঠে, এটি শুধুই সৌন্দর্যের সমস্যা নয়; বরং এটি হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবার্তা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এ অবস্থাকে বলা হয় ‘কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিকা’।

বিশেষজ্ঞরা জানান, হাতে-পায়ে চামড়া ওঠার পেছনে একাধিক কারণ থাকতে পারে:

বংশগত বা জিনগত কারণ – পরিবারে এমন সমস্যা থাকলে ঝুঁকি বেড়ে যায়।

ত্বকের পুষ্টিহীনতা ও পরিচর্যার অভাব – নিয়মিত ত্বকের যত্ন না নিলে সমস্যা দেখা দেয়।

অতিরিক্ত ডিহাইড্রেশন (পানিশূন্যতা) – শরীরে পানি কম থাকলে ত্বক শুষ্ক হয়ে ওঠে।

রোদে পোড়া বা অতিরিক্ত ঠাণ্ডা লাগা – আবহাওয়ার প্রভাব ত্বককে শুষ্ক করে।

ঘন ঘন হাত ধোয়া বা রাসায়নিকের সংস্পর্শে আসা – সাবান বা ক্লিনার ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শুষ্ক ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণ – সংক্রমণ সমস্যা আরও বাড়াতে পারে।

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা – শরীর যদি কমজোরি থাকে, ত্বক সহজে ফেটে যায়।

একজিমা বা এরিথ্রোডার্মা – ত্বকের প্রদাহজনিত রোগ।

ভিটামিনের ঘাটতি – বিশেষ করে ভিটামিন A ও D-এর অভাব এই সমস্যার প্রধান কারণ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ত্বকের যত্ন ও সঠিক পুষ্টি নিশ্চিত করা হলে এই সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা যায়। হালকা ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ এই সমস্যার সমাধানে সাহায্য করে

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com