ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫
রংপুর কাউনিয়া প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:২৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
Digital Solutions Ltd

কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:২৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি

রংপুর কাউনিয়া প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুস ছালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুলইসলাম, কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, উপজেলার ৭২টি পূজামণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূজার সময় বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হবে বলে সভায় যানানো হয়। 


সভায়  বক্তারা বলেন, পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত ভূমিকা রাখা জরুরি।


সভা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com