ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত : ০৯:২০ এএম, ২৬ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৬ আগস্ট ২০২৫

ফাইল ছবি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ কর্তৃক দলীয় স্বজনপ্রীতি, অনিয়ম এবং বৈষম্যমূলক আচরণের   অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য কাসম বলী।

এর আগে সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে ইউপি সদস্য কাসম আলী বলেন, দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ পরিষদের আইন-কানুনকে অমান্য করে সরকারি বরাদ্দ প্রকল্প নিজ মনগড়া মতো নিজ দলীয় ব্যক্তিদের মাঝে বন্টন করে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে, রেজুলেশনের মাধ্যমে প্রকল্প বন্টন করার কথা থাকলেও তিনি একক সিদ্ধান্তে তার দলীয়, আওয়ামীলীগের ইউপি সদস্যদের মধ্যে একক ভাবে প্রকল্প বন্টন করে আসছেন। জুলাই-আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হলেও এখনো স্বৈরাচারী মনোভাব রয়েছে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের মাঝে।
 

ইউপি সদস্য কাসম আলী জানান, তিনি ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ও নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি  চেয়ারম্যান আব্দুল হামিদ দলীয় ক্ষমতায় নানান ভাবে ষড়যন্ত্র এবং হয়রানি করে আসছেন।

সম্প্রতি তিনি প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এই বিষয়ে সোমবার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে । এর আগেও বিগত উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু'র কাছেও আবেদন দিয়েছিলেন তিনি।

তিনি আরও জানান,দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ২৪'শের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী এবং চলতি বছর দু'বার জেল খেটেছেন এবং একাধিক হত্যা মামলার আসামী তিনি। ইউপি চেয়ারম্যান  স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় যেকোনো সময়  বড় ধরনের ক্ষতি করতে পারে। বসতবাড়ি পুড়িয়ে দিতে পারে। 
ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান  আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ কর্তৃক বৈষম্যমূলক আচরনের বিচারসহ ইউপি সদস্য কাসম আলী'র পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ভুট্টো এবং সমাজসেবক আবু তালোবসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান,অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম লক্ষ্মীপুরে বিএনপির সম্পাদক পদে বিতর্কিত প্রার্থী সোহেল শিরোনাম রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন শিরোনাম খামারিদের দুধের দাম বৃদ্ধির দাবীতে মিল্কভিটার সামনে মানববন্ধন ১০ দিনের আলটিমেটাম। শিরোনাম মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি  শিরোনাম রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনাম ওমানে গিয়ে মানসিক ভারসাম্যহীন, একযুগ পর বাড়ি ফিরলেন সুমন