ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫
রাজশাহী জেলা প্রতিনিধি । :
প্রকাশিত : ০৫:৪১ এএম, ১১ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

রাজশাহীতে জমির ভুয়া দলিল করে চাঁদাবাজির অভিযোগে আব্দুল আলিমের বিরুদ্ধে

প্রকাশিত : ০৫:৪১ এএম, ১১ আগস্ট ২০২৫

রাজশাহীতে জমির ভুয়া দলিল করে চাঁদাবাজির অভিযোগে আব্দুল আলিমের বিরুদ্ধে

রাজশাহী জেলা প্রতিনিধি । :

রাজশাহী নগরীর পবা থানার অন্তর্গত প্রায় ৪৫ বিঘা জমিতে বসবাসরত প্রায় ৪৫০ পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ভুয়া দলিল তৈরি করে নানা ধরনের চাপ প্রয়োগ করছেন। জানা যায়, উক্ত জমির বর্তমান মালিক প্রায় ৪৫০ জন। অভিযোগ রয়েছে, আব্দুল আলিম ভারতীয় দুই নাগরিককে ওয়ারিশ দেখানোর জন্য প্রথমে তানোর থানার বাসিন্দা হিসেবে তাদের জন্মনিবন্ধন তৈরি করেন এবং পরে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন। বর্তমান জমির মালিকরা বিষয়টি জানতে পেরে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব বাতিলের আবেদন করেন। প্রমাণ তাদের পক্ষে থাকায় জন্মনিবন্ধন বাতিল হলেও পরে জানা যায়, ওই দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। মালিকপক্ষ প্রশ্ন তুলেছেন—ভারতের আধার কার্ড থাকা সত্ত্বেও তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন? তানোর থানার সরঞ্জাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর বলেন, “আমি ১০ বছর ধরে এখানে নির্বাচিত হলেও এই দুই ব্যক্তিকে কখনও দেখিনি। তারা ভারতের নাগরিক এবং তাদের আধার কার্ড রয়েছে।” রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান জানান, “আমরা বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তদন্তের আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।” অভিযুক্ত আব্দুল আলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ না করে কয়েকবার কেটে দিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীরা বলেন, “আমরা গভীর উদ্বেগে আছি। এতগুলো পরিবার যেন একটি ভুয়া ও বানোয়াট দলিলের কাছে জিম্মি হয়ে না পড়ে।”

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম লক্ষ্মীপুরে বিএনপির সম্পাদক পদে বিতর্কিত প্রার্থী সোহেল শিরোনাম রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন শিরোনাম খামারিদের দুধের দাম বৃদ্ধির দাবীতে মিল্কভিটার সামনে মানববন্ধন ১০ দিনের আলটিমেটাম। শিরোনাম মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি  শিরোনাম রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনাম ওমানে গিয়ে মানসিক ভারসাম্যহীন, একযুগ পর বাড়ি ফিরলেন সুমন