ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারকে নানা উপায়ে বাধা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ বাধাগুলোর ফলে চূড়ান্ত কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়নি।
শনিবার (২ আগস্ট) জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত ‘রিবিল্ডিং দ্য ন্যাশন: বাংলাদেশ ২.০’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “১/১১ প্রতিষ্ঠা করতে না পারলেও এই সরকারকে নানা ভাবে বাধা দেওয়া হয়েছে। ফলে আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি। তবে সুখবর হলো—আজ থেকে তিন দিন পর, ৫ আগস্ট ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনগণের মধ্যে যে বড় রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছে, ‘জুলাই সনদ’-এর ঘোষণাপত্র সেই প্রেক্ষাপটকে যথার্থভাবে প্রতিফলিত করবে।”
গণ-অভ্যুত্থানে শহীদদের প্রসঙ্গে উপদেষ্টা জানান, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি মরদেহ রাখা হয়েছে। হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। তাদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে এবং পরিবারের সদস্যরা চাইলে মরদেহ নিতে পারবেন। আগামী ৪ আগস্ট মরদেহগুলো দাফন করা হবে।”
তিনি আরও বলেন, “গণকবরে সমাহিত ব্যক্তিদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে। তাদের পরিবারের কেউ চাইলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ গ্রহণ করতে পারবেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল এই আন্দোলন। পরবর্তীতে অনেকেই এ ব্যানারটি অপব্যবহার করেছেন। সেখান থেকে কমিটি স্থগিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে আশা করবো, তারা কার্যক্রম চালিয়ে যাবে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com