ঢাকা, ০৩ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৪:০৪ এএম, ২৪ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

প্রকাশিত : ০৪:০৪ এএম, ২৪ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

বিশেষভাবে নিহত দুই শিক্ষক—মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)—এর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে বলে প্রেস উইং জানিয়েছে।

এছাড়া, দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বীর উত্তম একে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হন এবং আহত হন দেড় শতাধিক।

সর্বশেষ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি : সাদিক কায়েম শিরোনাম রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা শিরোনাম জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ শিরোনাম নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ শিরোনাম হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া