ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৭:৩৬ এএম, ০২ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

নিরাপদ ক্যাম্পাস, সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইবি শাখা ছাত্র শিবির

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ০২ আগস্ট ২০২৫

খালিদ সাইফুল্লাহ তাহমদের পাঠানো ছবি

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় শাখা ছাত্র শিবিরের উদ্যোগে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, সাজিদ আব্দুল্লার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জুলাই বিপ্লবের আকাঙ্খার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্র শিবিরের নেতা কর্মীরা। ২ রা আগস্ট (শনিবার) পূর্বঘোষিত সময় অনুযায়ী বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোর থেকে এই মিছিল শুরু হয়।  এসময় নেতাকর্মীদের  " নারায়ে তাকবির, আল্লাহুআকবার। ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ। শিবিরের আরেক নাম, আদর্শের সংগ্রাম। জুলাইয়ের প্রশাসন,  নিশ্চিত করবে আবাসন। অফিশে গিয়ে পায় না সারা,  শিক্ষার্থীরা দিশেহারা। তুমি কে আমি কে,  শিবির শিবির। " সহ আরো বিভিন্ন স্লোগান উচ্চারণ করতে শোনা যায়৷ 
এর পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারী আবু ইউসুফ আলী৷ শিবির সেক্রেটারী আবু ইউসুফ বলেন "অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রত্যাশিত সংস্কার দেখতে পাইনি। বরং আমরা পেয়েছি আমার ভাই সাজিদের নিথর দেহ। আজও তার হত্যার বিচার হয়নি। এরই মাঝে আবারও কিছু ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আপনারা যদি প্রকৃত সংস্কারের পথে না হাঁটেন, সাজিদের মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত না করেন এবং ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ভূমিকা না নেন, তাহলে ছাত্রশিবির এই ক্যাম্পাসের সব স্বৈরতান্ত্রিক মসনদ গুঁড়িয়ে দেবে।”
এসময় শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন " আমরা কখোনোই ভাবিনি জুলাই বিপ্লবের পরও আমাদের ক্যাম্পাস সংস্কারের জন্য এভাবে মাঠে নামতে হবে৷ সাজিদের মৃত্যুর সুষ্ঠু কোনো তদন্তের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না৷"  
তিনি আরো বলেন "এরই মাঝে আবারও কিছু ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আপনারা যদি প্রকৃত সংস্কারের পথে না হাঁটেন, সাজিদের মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত না করেন এবং ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ভূমিকা না নেন, তাহলে ছাত্রশিবির এই ক্যাম্পাসের সব স্বৈরতান্ত্রিক মসনদ গুঁড়িয়ে দেবে। এখনো সময় আছে, সঠিক সিদ্ধান্ত নিন, শিক্ষার্থীদের সঙ্গে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত করুন।”

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com