ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৬ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের নিকট শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৬ আগস্ট ২০২৫

বাকৃবি প্রতিনিধি: ছবি

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাসহ নয় দফা দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা। 

শিক্ষার্থীদের নয় দফা দাবি হলো:
১. বাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতিবিলম্বে ঘোষণা করতে হবে।
২. তথাকথিত মেধার ভিত্তিতে ছাত্রসমিতি বিলুপ্ত ঘোষণা করতে হবে।
৩. পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. কারিকুলাম আধুনিকীকরণ এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ প্রদান করতে হবে।
৫. ক্যাম্পাসে বহিরাগত চলাচল সীমিতকরণ এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. হেলথ কেয়ার সেবার মানোন্নয়ন এবং ২০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার হিসেবে কার্যকর করতে হবে।
৭. হল ডাইনিং ও মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে।
৮. বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৯. আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে চলমান সংস্কারের কাজ দ্রুত সময়ের ভেতর শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাউদ বলেন, 'এখন সময় বদলেছে, সরকার ব্যবস্থা বদলেছে। এখনই উপযুক্ত সময় একটি সুষ্ঠু বাকসু নির্বাচনের মাধ্যমে যোগ্য ছাত্র নেতৃত্ব গঠনের। যাদের হাত ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সংরক্ষণ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তাই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু বাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি।'

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!