ঢাকা, ০৩ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৬ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হতাহতের সর্বশেষ তথ্য জানাল জাতীয় বার্ন ইনস্টিটিউট

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৬ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা দুই শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও চারজন রোগী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

তিনি জানান, “মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ২ শিশু রোগীকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো চারজন রোগীর অবস্থা সংকটাপন্ন। নয়জনকে সিভিয়ার (গুরুতর) রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।”

পরিচালক আরও বলেন, “আইসিইউতে থাকা রোগীরা অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে একটি প্রশিক্ষণকালীন যুদ্ধবিমান বিধ্বস্ত হলে গুরুতর প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আহতদের চিকিৎসায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ দল কাজ করছে। চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল টিম বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছেন।

এ দুর্ঘটনার পরপরই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এবং জাতীয় নিরাপত্তা জোরদারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিমান দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালা ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি : সাদিক কায়েম শিরোনাম রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা শিরোনাম জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ শিরোনাম নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ শিরোনাম হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া