ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কুলের একটি দোতলা ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিমানটি ভবনের মাঝ বরাবর নিচের তলায় আছড়ে পড়ে, ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিচতলার শ্রেণিকক্ষগুলো। স্কুলটির প্রভাষক মো. রেজাউল হক জানান, “দোতলায় থাকা শিক্ষার্থীদের বেশিরভাগকে উদ্ধার করা গেলেও, নিচতলায় থাকা ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থীর অনেকেই দগ্ধ হয়েছেন।”
ঘটনার সময় স্কুলে প্রায় ২০০ থেকে ২২০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বিরতির কারণে এই সংখ্যা কিছুটা কম ছিল বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তালিকায় ২৭ জন নিহতের কথা উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ২৩ জন শিশু।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৬টি রাখা হয়েছে সিএমএইচের মর্গে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি রাজশাহীতে দাফন করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com