মাসুম হোসেন অন্তুর পাঠানো ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজালের (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও জনসংযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মৌন মিছিল শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর ও দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ করেন। এছাড়াও সাড়ে ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সংক্ষিপ্ত অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com